দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে শনিবার শিয়া তীর্থযাত্রীদের উপর হামলায় কমপক্ষে ৫১ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর আলজাজিরা ও বিবিসির।

আদহামিয়া জেলায় শিয়া সম্প্রদায়ের লোকেরা একটি তীর্থক্ষেত্রে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটেছে।

শিয়া অধ্যুষিত শহর ব্যালাডে শনিবার একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়। অপরদিকে মসুলে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে দুই সাংবাদিক।

গত কয়েকমাসে ইরাকে এ ধরনের বিক্ষিপ্ত সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে হাজারের উপর মানুষ।

শনিবারের সন্ত্রাসী হামলার দায় এখনও কোনো গ্রুপ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক হামলাগুলোতে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সুন্নী গ্রুপগুলোর যোগাযোগ পাওয়া গেছে।

(দিরিপোর্ট২৪/এমডি/জেএম/অক্টোবর ০৬, ২০১৩)