উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে : ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে কার্যালয়ে যেতে বাধা, তার সরকারি প্রটোকল প্রত্যাহারের প্রতিক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
গণমাধ্যমে শনিবার রাতে পাঠানো এক বিবৃতিতে তিনি সরকারকে এই হুঁশিয়ারি দেয়।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জিয়ার প্রাপ্য পর্যাপ্ত প্রটোকল আগে থেকেই দিচ্ছে না সরকার। যা ছিল তাও আজ প্রত্যাহার করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বিরোধী দলের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, সরকারের এই ঘৃণ্য ও হিংসাত্মক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে প্রটোকল পুনর্বহালের দাবি জানাচ্ছি।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)