সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় শনিবার সকাল ৯টায় র‌্যাব অভিযান চালিয়ে ১৭টি পেট্রোল বোমা ও ৪টি ককটেলসহ আমিন মাদবর (৬০) নামে একজনকে আটক করে।

‌র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল ফয়জুল ইসলাম মণ্ডল দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীরচট এলাকার আড়িয়ার মোড় এলাকায় আমিন মাদবরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে তল্লাসী চালিয়ে ১৭টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করা হয়। আামিন মাদবরকে এ সময় আটক করা হয়।

এ সময় তিনি আরো জানান, আমিন মাদবর বিভিন্ন মাধ্যমে পেট্রোল ও হাত বোমা সংগ্রহ করে তা বিক্রয় করে আসছিল।

(দ্য রিপোর্ট/এমএআর/এমএইচও/ডিসেম্বর ২৮, ২০১৩)