কুমিল্লায় যৌথবাহিনী পরিচয়ে সচিবের বাসায় ডাকাতি
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী পরিচয়ে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মুজমদারের বাড়িতে ডাকাতি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সংস্থাপন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে কর্মরত।উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আবদুর রশিদ মুজমদার দ্য রিপোর্টকে জানান, গভীর রাতে ১৫/২০ জনের অস্ত্রধারী দুর্বৃত্তরা যৌথবাহিনী পরিচয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, শীতের পোশাকসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়।খবর পেয়ে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/ডিসেম্বর ২৮, ২০১৩)