সিরাজগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন মিস করেছে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর্যুপরি আন্তরিক আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি তাদের যুদ্ধাপরাধী মিত্র জামায়াতকে রক্ষায় ব্যস্ত ছিল। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচনী ট্রেন তার গন্তব্যের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিএনপিকে এখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া কোন গত্যন্তর নেই।

সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরের সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক হাই স্কুল মাঠে শনিবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম ইউসুফজী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটকে এম হোসেন আলী, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, ফজলুল হক সরকার, গাজী আব্দুল হামিদ আকন্দ, গাজী লুৎফর রহমান মাখন, মোতাহার হোসেন, মীর সেরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নাসিম বলেন, কোন ষড়যন্ত্রই ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে পারবে না। ২৯ ডিসেম্বরের আল্টিমেটাম প্রকৃতপক্ষে মূষিকও প্রসব করবে না। অতীতে বেগম খালেদা জিয়া অনেক আল্টিমেটাম দিয়ে কোন ফল পাননি। গণবিরোধী কোন আল্টিমেটাম ইতিপূর্বেও সফল হয়নি, এবারও হবেনা।

তিনি বলেন, জাতীয় নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত। একটি গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। বিএনপি বিশেষ ব্যবস্থায় জন্ম নেওয়ায় মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না। তাই নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ ত্যাগ করে তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। তাদের দেওয়া একের পর এক হরতাল, অবরোধসহ ধ্বংসাত্মক কর্মসূচিতে জ্বালাও-পোড়াও নীতি অনুসরণ করা হচ্ছে। বোমা মেরে, যানবাহনে আগুন দিয়ে তারা সাধারণ মানুষ ছাড়াও নির্বিচারে পুলিশ হত্যা করছে। হরতাল ডেকে তারা নিজেদের কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখছে। অন্যের গাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ করলেও নিজেদের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কোন কার্পণ্য নেই। তারা জনগণের নয়, নিজেদের স্বার্থকেই সব সময় বড় করে দেখে।

তিনি আরো বলেন, ২০০১ সালে ক্ষমতা দখল করে বিএনপি যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণ করেছিল। এখন আবার ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা নিয়ে তথাকথিত অভিযাত্রার নামে জামায়াত-শিবিরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে পুনরায় পতাকার অবমাননার পথ বেছে নিয়েছে। তবে বাংলাদেশের সচেতন জনগণ তাদের এ অপচেষ্টা সফল হতে দেবেন না। যে অগণতান্ত্রিক অপশক্তি ৫ জানুয়ারির নির্বাচন বানচালের জন্য চেষ্টা করবে তাদের প্রতিহত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিএনপিকে হঠকারিতার পথ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন সফল করার মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা সম্ভব হবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও বিচারের রায় কার্যকর করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। তিনি আগামী নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মন্ডলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরকে/জেএম/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)