চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ কর্মীর রগ কর্তন ও ট্রাকে আগুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও পণ্যবাহী ৭টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আওয়ামী লীগ কর্মী কাজেম আলীর পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। সে উপজেলার ধোবড়া এলাকার ফরহাদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাফীল আলম দ্য রিপোর্টকে জানান, কাজেমের দুই পা ও বাম হাতের রগ কাটা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জের পাইলিং মোড়ে ৭টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নাশকতা প্রতিরোধে যৌথবাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএইচও/জেএম/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)