শেরপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। ঘটনার পর চিকিৎসক ফিরুজ চৌধুরী পলাতক রয়েছে। মৃত শিশু নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামের ছাইফুল ইসলামের মেয়ে শাকিবা (৪)।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম অভিযুক্ত চিকিৎসককে আটকের চেষ্টা করছে।
পারিবারিক সূত্র জানায়, শিশু শাকিবা শুক্রবার থেকে জ্বরে ভুগছিল। তার অভিভাবক নন্নী বাজারের চৌধুরী ফার্মেসিতে শনিবার বিকেলে চিকিৎসার জন্য আনেন। এ সময় কথিত ডাক্তার ফিরুজ চৌধুরী শাকিবার দুই উড়ুতে দুটি ইনজেকশন দেয় ও কিছু ঔষুধপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে যাওয়ার পরপরই শাকিবার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এক পর্যায়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
(দ্য রিপোর্ট/এসমি/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)