টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার যোগারচর নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলামের বাড়ি রংপুর সদর থানায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মান্নান দ্য রিপোর্টকে জানান, ভোরে রংপুরগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ছেলে রেজাউল করিম আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
(দ্য রিপোর্ট/এআরটি/এমএইচও/জেএম/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)