শিক্ষার্থীশূন্য শাবিপ্রবি ক্যাম্পাস : সেশনজটে শিক্ষার্থীরা
সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নেই কোনো প্রাণচঞ্চল্য।চারিদিকে শুধু সুনসান নীরবতা।শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে শাবি ক্যাম্পাস।
কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ডাকা টানা হরতাল-অবরোধ ও বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের অতর্কিত কয়েকদফা হামলার কারণেই শাবি ক্যাম্পাসের এ অবস্থা। এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল নিয়ে সৃষ্ট আন্দোলনের কারণে অস্থির সময় পার করছে শাবিপ্রবি প্রশাসন। এ অবস্থার ফলে শাবিপ্রবিতে সেশনজটও শুরু হয়েছে।
এদিকে হরতাল-অবরোধে ক্লাস না হওয়ায় অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি ফিরে যেতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চলে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান দ্য রিপোর্টকে জানান, হরতাল-অবেরোধের কারণে কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। তাই বাড়ি চলে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। একই কথা বলেছেন শাবিপ্রবি শিক্ষার্থী নূরে আলম।
তবে শুধু হরতাল-অবরোধ নয়, শিক্ষার্থীদের বাড়ি চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অজানা আতঙ্ক।যা ভয়ে প্রকাশ করছে না শিক্ষার্থীরা।
১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হলে ককটেল বিস্ফোরণ এবং ১৩ ডিসেম্বর শাবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা চালিয়ে এক শিক্ষকের মোটরবাইক ও শিক্ষার্থীদের দুটি সাইকেলে আগুল ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। এ ঘটনায়ও ভীতির সৃষ্টি হয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসিক হলে দেখা যায় শিক্ষার্থী শূন্যতা। ছাত্রদের তিনটি আবাসিক হলে শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ৩০ জন। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে বন্ধ হয়ে গেছে সৈয়দ মুজতবা আলী হলের ডাইনিং ও দ্বিতীয় আবাসিক ছাত্র হলের ক্যান্টিনও।
এছাড়া শিক্ষার্থীদের অভাবে বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতেও একই দশা !
চরম বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা : রাজনৈতিক অস্থিরতায় চরমভাবে বিপর্যস্ত হচ্ছে শাবিপ্রবি’র শিক্ষা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে আছে প্রায় আড়াই মাস ধরে।এতে সেশনজটে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক সেমিস্টার (৬ মাস) পিছিয়ে যাওয়ার আশঙ্কা শিক্ষক-শিক্ষার্থীদেরও। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
অথচ গত কয়েক বছর থেকে সেশনজট ছাড়াই বের হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫-৬টি ব্যাচ।এরপর থেকে সারাদেশে সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে সুনাম অর্জন করে শাবিপ্রবি।কিন্তু বর্তমান অস্থির পরিস্থিতিতে শাবিপ্রবি’র এ অর্জন এখন হুমকির মুখে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় আমরা অনেকটা পিছিয়ে গেছি। তবে আমরা আশাবাদী যে রাজনৈতিক সংকট শান্তির দিকে যাবে।আর পরিস্থিতি অনুকূলে ফিরে আসলেই আমরা সকল শিক্ষকের সহযোগিতায় অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সেই চেষ্টাই করবো।’
নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফম জাকারিয়া দ্য রিপোর্টকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে।প্রায় আড়াই মাস ধরে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি।তাই শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, সেশনজটের আশঙ্কা নয়, সেশনজট চলছেই।
(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/ডিসেম্বর ২০১৩)