কুমিল্লায় যুবদল সভাপতিসহ আটক ২
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের সভাপতি হুমায়ুন কবির বাবুল ও ষৌলনল ইউনিয়নের সাবেক ছাত্রদল সেক্রেটারি রহমত আলীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি কপিসপে অভিযান চালিয়ে শনিবার বিকেল ৪টায় তাদেরকে আটক করে বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনানিবাস এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তাদের নামে থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)