দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’র প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশের কয়েকটি ইসলামী দল ও তাদের নেতারা। একই সঙ্গে দেশের সকল তৌহিদি জনতাকে রবিবার দেশ ও ঈমান রক্ষার সংগ্রামে ঢাকা অভিমুখে যাত্রা করার আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহবান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমান জালিম ও অবৈধ সরকার প্রতিদিন নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে, বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। হামলা, মামলা ও দমন-পীড়ন চালিয়ে দেশকে এক ত্রাসের রাজত্বে পরিণত করেছে। এই জালিমশাহীর পতনের আন্দোলনের সংগ্রামে শরিক হওয়া প্রতিটি মানুষের অপরিহার্য্য কর্তব্য।’

তারা আরো বলেন, ‘যদি ইসলাম বিদ্বেষী এই জালিম সরকার অন্যায়ভাবে প্রতিবন্ধকতা তৈরি করে, তবে প্রতিটি জেলা, উপজেলা এবং গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সকলকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে জালিমশাহীর পতন ঘণ্টা বাজাতে হবে।’

বিবৃতিদাতা ইসলামী দলের নেতারা হলেন-

শায়খ আবদুল মুমিন (সভাপতি জমিয়তে ওলামায়ে ইসলাম), মাওলানা মোস্তফা আযাদ (নির্বাহী সভাপতি), নুর হোসাইন কাসেমী (সিনিয়র সহসভাপতি জমিয়তে ওলামায়ে ইসলাম), মাওলানা শাহিনুর পাশা চৌধুরী (ভারপ্রাপ্ত মহাসচিব জমিয়তে ওলামায়ে ইসলাম), মাওলানা আবদুল লতিফ নেজামী (চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট), মুফতি ফয়যুল্লাহ (মহাসচিব ইসলামী ঐক্যজোট), মাওলানা মুহাম্মাদ ইসহাক (আমীর খেলাফত মজলিস), ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব খেলাফত মজলিস), মাওলানা আহমদুল্লাহ আশরাফ (আমীরে শরীয়ত বাংলাদেশ খেলাফত আন্দোলন), মাওলানা জাফরুল্লাহ খান (মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন), মাওলানা হাবীবুর রহমান (আমীর বাংলাদেশ খেলাফত মজলিস), মাওলানা আবদুর রব ইউসুফী (সিনিয়র নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত মজলিস), মাওলানা মাহফুযুল হক (ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস), এড. মাওলানা আবদুর রকীব (চোয়ারম্যান নেজামে ইসলাম পার্টি), মাওলানা আবুল হাসানাত আমীনী (চেয়ারম্যান খেলাফতে ইসলামী), মাওলানা ফজলুর রহমান (মহাসচিব, খেলাফতে ইসলামী), মাওলানা শামসুল আলম (চেয়ারম্যান ওলামা কমিটি), মুফতী মোহাম্মাদ তৈয়ব (মহাসচিব ওলামা কমিটি), মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান (আমীর ফরায়েজী আন্দোলন), মাওলানা আজীজুর রহমান (মহাসচিব ফরায়েজী আন্দোলন)।

শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামরা হলেন- মাওলানা আবুল কালাম, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা ওবায়দুল্লহ ফারুক, মাওলানা নূরুল ইসলাম, মুফতি আবদুল মালেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)