কক্সবাজারে শিবির নেতা আটক
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার শহরে বশির উদ্দিন মাহমুদ (২৫) নামে শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বশির উদ্দিন মাহমুদ উখিয়া উপজেলার মৃত হাকিম আলীর পুত্র।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম দ্য রিপোর্টকে জানান, কক্সবাজার পৌর শিবিরের সাংগঠনিক সম্পাদক বশিরের নাশকতার নেতৃত্ব হরতাল ও অবরোধ চলাকালে লিংকরোড বাংলাবাজার এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে নাশকতা চলেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৮, ২০১৩)