সাভার সংবাদদাতা : সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে শনিবার বিকেলে আরও একটি মাথার খুলি পাওয়া গেছে। এনিয়ে প্রায় ৪টি মাথার খুলিসহ দেহের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেলো।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে পথশিশুরা ধসে পড়া রানা প্লাজার পেছনে রাখা ধ্বংসস্তূপের ভেতরে ভাঙ্গারি দ্রব্য কুড়াতে গিয়ে মাথার খুলিটি খুজে পায়। এ সময় তারা রানা প্লাজার বেজমেন্ট থেকে মৃহদেহের বিভিন্ন হাড়গোড়ও খুজে পাওয়ার বিষয়টি জানাজানি হলে রানা প্লাজার নিহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যরা ভীড় জমায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে শনিবারেও আরো একটি মাথার খুলিসহ দেহের বিভিন্ন অঙ্গের হাড় পথশিশুরা উদ্ধার করেছে। এগুলো থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/২৯, ২০১৩)