দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, ‘বিরোধী দলের নেতা খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে রবিবারের কর্মসূচিতে যেকোনো মূল্যে যোগ দিতে চান তিনি। ম্যাডাম দৃঢ়প্রতিজ্ঞ আছেন, কর্মসূচিতে যাবেনই।’

শনিবার রাতে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

এর আগে শনিবার রাত রাত ১০টা ৫ মিনিটে রুহুল আমিন গাজীর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।

প্রতিদিনি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও এম মোরর্শেদ।

শনিবার রাত সাড়ে এগারটার দিকে প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল খালেদা জিয়া বাসভবনে প্রবেশ করেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এনডিএস/ এমডি/ডিসেম্বর ২৯, ২০১৩)