কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪৩
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২৫ ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী রয়েছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কোতোয়ালিতে বিএনপির ২, জামায়াতের ২, সদর দক্ষিণে বিএনপির ৭, ছাত্রশিবিরের ১, চৌদ্দগ্রামে বিএনপির ১, জামায়াত-শিবিরের ৭, লাকসামে বিএনপির ৫, জামায়াতের ২, মনোহরগঞ্জে বিএনপির ৩, ছাত্রশিবিরের ২, বরুড়ায় জামায়াতের ১, মুরাদনগরে বিএনপির ১, জামায়াতের ১, দেবীদ্বারে বিএনপির ১, চান্দিনায় বিএনপির ২, তিতাসে ছাত্রশিবিরের ১, বুড়িচংয়ে বিএনপির ২, ব্রাহ্মণপাড়ায় জামায়াতের ১, হোমনায় বিএনপির ১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে সূত্র জানায়। তবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)