মাওয়ায় ১৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
মুন্সীগঞ্জ সংবাদদাতা : অব্যাহত ঘনকুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মাওয়া চরজানাজাত নৌ-রুট। ঘনকুয়াশার কারণে মাওয়া চরজানাজাত নৌ-রুটে দীর্ঘ ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। রবিবার সকাল পৌনে ১০টার পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝনদীতে দুই শতাধিক হালকা যানবাহন ও পণ্যবাহী ট্রাকসহ নোঙরে থাকে ১০টি ফেরি। একই অবস্থায় চারটি ফেরি মুন্সীগঞ্জের মাওয়া, মাদারীপুরের কাওড়াকান্দি ও শরীয়তপুরের কাঁঠালবাড়ী ঘাটের বিভিন্ন পন্টুনে ভেড়ানো ছিল। এতে উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হয়।
এ সময় শৈত্যপ্রবাহের মধ্যে মাঝনদীতে থাকা ফেরিযাত্রীসহ ফেরিঘাটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদের মধ্যে শরীয়তপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝপদ্মায় ফেরিতে আটকা পড়েন সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বর্তমান সংসদের হুইপ মির্জা আজম ও সাবেক এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হোসেন।
বিআইডব্লিউটিসির ম্যানেজার বাণিজ্য শেখর চন্দ্র রায় জানান, শনিবার রাত ৯টার পর থেকেই নৌ-রুট ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে নিরাপত্তাজনিত কারণে বাধ্য হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চালকেরা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় মাঝনদীতে ১০টি এবং ৪টি ফেরি উভয় ঘাটের বিভিন্ন পন্টুনে ভেড়ানো থাকে। রবিবার সকাল পৌনে ১০টায় কুয়াশার পরিমাণ কেটে গেলে নৌ-রুটে দীর্ঘ ১৩ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
(দ্য রিপোর্ট/এমএ/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)