দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি উপলক্ষে রবিবার সকাল ১১টায় কাকরাইল এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাকরাইল মোড় থেকে শুরু করে কাকরাইল মসজিদ ও শান্তিনগর মোড় পর্যন্ত শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে। তারা রাস্তার দুপাশের গাড়ি ও রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। ওই এলাকার দোকানপাটও বন্ধ করে দিয়েছে তারা।

এমনকি রাস্তায় কোন মানুষকেও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। কাউকে সন্দেহ হলেই আটক করা হচ্ছে। এ ছাড়া পুলিশের এপিসি গাড়িও টহল দিচ্ছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/এমএআর/ডিসেম্বর ২৯, ২০১৩)