ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রাইটের আবেদন নাকোচ
দ্য রিপোর্ট প্রতিবেদক: সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে ব্যর্থ হওয়ায় বিমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকোচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুস্পস্ট সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে ইস্টল্যা্ন্ড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ রাইট শেয়ার সংক্রান্ত কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার অনুরোধ করেছে। যা বিবেচনা করা সম্ভব নয় বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ প্রেক্ষিতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রাইটের আবেদন নাকোচ করেছে বিএসইসি।
জানা গেছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০ টাকা প্রিমিয়াম ধরে ১:৩ অনুপাতে অর্থাৎ ৩টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার আবেদন করেছে। প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। কোম্পানিটি মোট ১২ লাখ ৬০ হাজার ৬৮১টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৭ কোটি ৮২ লাখ ৪ হাজার ৩০০ টাকা উত্তোলন করার আবেদন করেছিল গত বছরের শুরুর দিকে।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৯, ২০১৩)