ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার
দ্য রিপোর্ট প্রতিবেদক: নিম্নমুখী প্রবণতা দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত বাজার একটানা নিম্নমুখী প্রবণতায় ছিল। তবে এরপর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে বাজারে।
দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই)ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২১৯ পয়েন্ট। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৩২ লাখ ৯৬ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে অবস্থান করছে আরগন ডেনিমস।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২০০ পয়েন্টে অবস্থান করে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২৭৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৭ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৯, ২০১৩)