দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে অ্যাডভোকেট মানিক গুলিবিদ্ধ হন।

রবিবার বেলা ১১টার দিকে সাবেক সরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানসহ সুপ্রিম কোর্টবারের আইনজীবীরা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সমর্থনে পল্টনের দিকে যেতে চাইলে এ সংঘর্ষ বাধে।

সুপ্রিম কোর্টবার ভবন থেকে মিছিলটি বের হওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সুপ্রিম কোর্টের মূল ফটক বন্ধ করে তালা লাগিয়ে দেয়। আইনজীবীরা তালা ভেঙ্গে বের হতে চাইলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশও আইনজীবীদের উপর জল কামান দিয়ে গরম পানি ছুড়তে থাকে। একপর‌্যায়ে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আইনজীবী মানিক বুলেটবিদ্ধ হন।

(দ্য রিপোর্ট/এসএ/এআইএম/ডিসেম্বর ২৯, ২০১৩)