দ্য রিপোর্ট প্রতিবেদক: সম্পদ পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ কোম্পানির জমি এবং ভবন পুর্নমূল্যায়ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুর্নমূল্যায়ণের পর জমি এবং ভবনের মূল্য বেড়েছে ১৪৮ কোটি ২২ লাখ টাকা। পুর্নমূ্ল্যায়িত সম্পদ প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৩ সালে শেষ হওয়া অর্থ বছরের আর্থিক হিসেবে যোগ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৯, ২০১৩)