আইসিবির আট ফান্ডের্ এনএভি প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)পরিচালিত আট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটি প্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২৪ ডিসেম্বর ২০১৩ তারিখের হিসাব অনুযায়ী প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ক্রয় মূল্য অনুসারে ১৩২.১৬ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১১০৬.৮৩ টাকা। দ্বিতীয় আইসিবির এনএভি ক্রয় মূল্য অনুসারে ৮৯.৯০ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৪৬.৩০ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৬১.৬২ টাকা আর বাজার মূল্য অনুসারে ২২২.৫১ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৬৭.৭১ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৩২.০৭ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৪৬.৪৮ টাকা আর বাজার মূল্য অনুসারে ১৯১.৪৭ টাকা, ষষ্ঠটির ক্রয় মূল্য অনুসারে ২৬.০২ টাকা আর বাজার মূল্য অনুসারে ৫৭.১৪ টাকা, সপ্তমটির ক্রয় মূল্য অনুসারে ৩৩.১৬ টাকা আর বাজার মূল্য অনুসারে ৯৮.৪৭ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ২৮.০৩ টাকা আর বাজার মূল্য অনুসারে ৬৪.৫৫ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ২৯, ২০১৩)