নাটোর সংবাদদাতা : মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে গাড়ি বন্ধের প্রতিবাদে নাটোরে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকাল ১১টার দিকে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় শহরের স্টেশন বাজার এলাকা থেকে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি নাটোর-রাজশাহী মহাসড়ক হয়ে তেবাড়িয়া বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/ডিসেম্বর ২৯, ২০১৩)