দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কোনাকান্দায় নৌবাহিনীর ডক ইয়ার্ডে রবিবার সকাল ১০টার দিকে একটি জাহাজ মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে এক শ্রমিক মারা যান।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন- মো. রাহিম (২৫), শরীফুল ইসলাম (৩৬), মো. শিপন (২৬), আব্দুর রহিম (২২), মো. হায়দার (২০), মো. সাগর (১৭)।

নিহতের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার নাম মামুন ওরফে বাবলু বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

নৌবাহিনীর কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সকাল ১০টার সময় নারায়ণগঞ্জের নৌবাহিনীর ডক ইয়ার্ডে জাহাজ মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)