চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৬ দশমিক ১৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১০৫ জন।

স্কুলগুলোর মধ্যে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত জানান, গতবারের তুলনায় পাসের হার বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৪ মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ১৬ শতাংশ।

২০১৩ সালের জেএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৪০ হাজার ৫৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬২ হাজার ৬৪৮। ছাত্রীর সংখ্যা ৭৭ হাজার ৯৩১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১০৫ শিক্ষার্থী। গতবারের তুলনায় ১০ হাজার ৫৭৪ শিক্ষার্থী এবার জিপিএ-৫ বেশি পেয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)