সাতক্ষীরায় পিস্তল ও ককটেল উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় তলুইগাছা বিজিবির সদস্যরা একটি পিস্তল ও দুটি ককটেল উদ্ধার করেছে। রবিবার সকালে কুশখালী এলাকার একটি কবরস্থান থেকে এগুলো উদ্ধার করা হয়।
তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার জহিরউদ্দিন দ্য রিপোর্টকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশের কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমাম আহসান ঘটনা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)