দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা ফকিরাপুল থেকে মিছিলসহ নয়াপল্টনের দিকে যাওয়ার সময় বাধা দিয়েছে পুলিশ। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দ্য রিপোর্ট প্রতিবেদক জানান, ১০-১২ জনের একটি দল মিছিলসহ নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

রবিবার ভোর থেকে ফকিরাপুল মোড় থেকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের রাস্তাটি ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয় পুলিশ। ফকিরাপুল মোড়ে মানুষের জমায়েত দেখলেই কিছুক্ষণ পর পর তাদের সরিয়ে দেওয়া হয়। কাউকে ওই মোড় কিংবা আশপাশের এলাকায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

(দ্য রিপোর্ট/শামীম রিজভী/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)