দ্য রিপোর্ট ডেস্ক : চীনের একটি প্রদেশে নির্বাচন জালিয়াতির অভিযোগে একসঙ্গে ৫১২ জন পৌর আইনপ্রণেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে রবিবার এ খবর জানানো হয়। সূত্র : বিবিসির।

সংবাদ সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়, কেন্দ্রীয় হানান প্রদেশের ওই ৫১২ জন পৌর আইনপ্রণেতা প্রাদেশিক পরিষদে ৫৬ জন সদস্যের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছিলেন। তারা উৎকোচের বিনিময়ে ওই সদস্যদেরকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এছাড়াও একই অভিযোগে, প্রাদেশিক পরিষদের ওই ৫৬ জন আইনপ্রণেতাকেও বরখাস্ত করা হয়েছে।

এর আগে ক্ষমতা গ্রহণের সময়, কমিউনিস্ট পার্টির নেতা ও প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নেন। ওই সময় দুর্নীতির কারণে তার দলটি ক্ষমতা হারাতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)