মনিরামপুরে এমপির ছেলের গাড়িতে পেট্রোল বোমা
যশোর সংবাদদাতা : যশোর মনিরামপুরে নির্বাচনী সভা চলাকালে এমপি অ্যাডভোকেট খান টিপু সুলতানের ছেলের গাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে। গাড়টি আগুনে ভষ্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গাড়ির চালক শফিক জানান, এমপি পুত্র হুমায়ূন সুলতান বেলা সাড়ে ১২টার দিকে মনিরামপুরের হাজরাইলে নির্বাচনী সভায় অংশ নেন। সভাস্থলের অদূরে তার গাড়িটি রাখা ছিল। দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে। এতে গাড়িতে আগুন ধরে যায়। এরপর দুর্বৃত্তরা ৪/৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে সভার লোকজন পালিয়ে যায়।
এমপি খান টিপু সুলতান জানান, তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তার ছেলে জামায়াত-শিবিরের নাশকতাবিরোধী সংগঠন ছাত্র যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক। সকালে সভা করতে গেলে দুর্বৃত্তরা তার গাড়িতে পেট্রোল বোমা মারে। তবে তিনি আহত হননি।
হামলার সঙ্গে নির্বাচনী প্রতিপক্ষের লোকজন জড়িত বলে তিনি অভিযোগ করেন।
(দ্য রিপোর্ট/জেএম/এফএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)