দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা এলাকায় অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছয় শিক্ষক আহত হন।

আহতরা হলেন- ড. তাজমেরী এস এ ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, ড. রব্বানী, ড. সুকমল বড়ুয়া, ড. ইসরাফীল রতন, ড. শাহনাজ। তাদের লাঠি ও স্টাম্প দিয়ে আঘাত করা হয়।

এর আগে, ঢাবি বিএনপিপন্থী শিক্ষকরা দুপুর ২টা ১০ মিনিটে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের কদম ফোয়ারা চত্বরে বাধা দেয়। এ সময় শিক্ষকরা সেখানেই অবস্থান নেন।

তাদের নেতৃত্ব দেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ ও সাবেক উপ-উপাচার্য আ স ম ইউসূফ হায়দার।

দুপুর ২টা ২৭ মিনিটেআওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। ১০ মিনিট পর শিক্ষকরা ঢাবি ক্যাম্পাসের দিকে চলে যান।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় হামলার বিষয়টি স্বীকার করে জানান, তারা জামায়াত-শিবির। এ কারণে আমরা তাদের ওপর হামলা চালিয়েছি।

পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের একাধিক নেতাকর্মী আসায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)