অপরাধ কেডস পরা!
দ্য রিপোর্ট প্রতিবেদক : নাশকতা কিংবা জামায়াত-শিবিরকর্মীর সন্দেহে নয়, কেডস পরার কারণে ৫ জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর কাকরাইলে দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পানের দোকানদার সুমন, বাসের হেলপাড় হৃদয়, খোকন, আবুল হোসেন ও নাজমুল। বিচ্ছিন্নভাবে আটক এসব পথচারীদের তল্লাশী চালিয়েও সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
(দ্য রিপোর্ট/ডি/এমসি/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)