দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা গোয়েন্দা তথ্যে জানতে পেরেছি, মার্চ ফর ডেমোক্রেসির নামে সারাদেশ থেকে সন্ত্রাসীদের এনে ঢাকা শহরের মানুষকে জিম্মি করে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। তাই ঢাকাবাসীর জানমালের হেফাজতের জন্য এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অভিযাত্রায় বাধা ও খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা হলো কেন এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকরা মন্ত্রীকে এ প্রশ্ন করেন।

কামরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়োচিত পদক্ষেপ নেওয়ায় তাদের এ কর্মসূচি ব্যর্থ হয়েছে। যদি এ পদক্ষেপ না নিতো তাহলে শহরবাসীকে জিম্মি করে ম্যাসাকার করতো। আমরা মনে করি এটা সরকারের সঠিক সিদ্ধান্ত।’

কামরুল ইসলাম বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল নাশকতার মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা। এ কারণে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।’

এ সময় তিনি জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের রাজপথে নেমে আসার জন্য ধন্যবাদ জানান।

বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রার নামে তারা একটি সন্ত্রাসের অভিযাত্রা করতে চেয়েছিল। কিন্তু ঢাকার মানুষ তাতে সাড়া দেয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। খালেদা জিয়া বলেছিলেন তিনি শান্তিপূর্ণ কর্মসূচি করবেন। কিন্তু এ কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টার মধ্যে দুইজন পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছিল। এ থেকে প্রমাণিত হয় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি করার উদ্দেশ্য ছিল না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা যেভাবে বাস ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল, তাতে ভীত হয়ে মালিকরা পরিবহন বন্ধ রেখেছে।’

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/ডিসেম্বর ২৯, ২০১৩)