ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে শৈলকুপার নওয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সকালে নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য রতন মিয়ার বাড়ির সদস্যরা প্রতিবেশীদের বাড়ির পাশে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।

পরে রতন মেম্বার সমর্থিত গ্রামের মাতব্বর গোলাম মোস্তফা ও বক্কার সমর্থিত মুক্তার মাতব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঢাল-সরকি, রামদা, ছুরিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মহিলাসহ উভয়পক্ষের ৩৫ জন আহত হন।

আহতদের মধ্যে মোশারফ, মাছুম, হাসান, রিপন, ছিয়াম, মশিউর, রশিদ, ওমর, মিজানসহ ২৭ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপেক্ষক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে নওয়াব আলী ও মিজানসহ ৬ জনকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, এটি নির্বাচন বা রাজনৈতিক সংশ্লিষ্ট ঘটনা নয়। তুচ্ছ ঘটনা ও সামাজিক দলাদলি নিয়ে সংঘর্ষ হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)