রর্জাসের শতকে ৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসনরা চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জয় ঠেকাতে আহামরি কিছু করতে পারেননি। বরং ক্রিস রর্জাসের সেঞ্চুরি ও শেন ওয়াটসনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে সিরিজের চতুর্থ টেস্টে স্বাগতিকরা জিতেছে ৮ উইকেটে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিন (তৃতীয় দিন) বিনা উইকেটে ৩০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে রজার্স ও ওয়াটসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য টপকে গেছে স্বাগতিকরা।
ব্যক্তিগত ১১৬ রানে রর্জাস যখন মন্টি পানেসারের বলে আউট হয়েছেন ততক্ষণে দল পৌঁছে গেছে নিরাপদ স্থানে। অবশ্য তিনি আউট হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। শেন ওয়াটসনের হার না মানা ৮৩ রানে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছেছে স্বাগতিকরা।
এ জয়ে ৫ টেস্ট সিরিজে ৪-০ তে এগিয়ে রয়েছে অস্টেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২৫৫ ও ১৭৯
অস্ট্রেলিয়া: ২০৪ ও ২৩১/২
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেট জয়ী
ম্যাচ সেরা: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
(দ্য রিপোর্ট/সিজি/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)