দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ২ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যানইউ ১-০ গোলে নরউইচ সিটিকে এবং একই ব্যবধানে ম্যানসিটি হারিয়েছে ক্রিস্ট্রাল প্যালেসকে।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে পারেনি ম্যানচেস্টার সিটি ও ক্রিস্ট্রাল প্যালেস। পরের অর্ধে গোলের দেখা পেয়েছে স্বাগতিক ম্যানসিটি। ৬৬ মিনিটে গোল করেছেন জেকো। জেসাস নাভাসের ক্রস থেকে নিশানা ভেদ করেছেন তিনি।

নরউইচ সিটির মাঠেও ছিল একই দৃশ্য। খেলার ৪৫ মিনিটে জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল। তবে ৫৭ মিনিটে ম্যানইউর হয়ে জয়সূচক গোলটি করেছেন ওয়েলবেক। বাকি সময় গোল হয়নি।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ।

(দ্য রিপোর্ট/সিজি/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)