কুমিল্লায় ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলেকে হত্যা করার পর বাবা আত্মহত্যা করেছেন। চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া গ্রামে রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, নাটাপাড়া গ্রামে মফিজ মিয়া (৩৫) সম্প্রতি আর্থিক অনটনের জের ধরে ছেলে আরমানকে (৬) শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে আত্মহত্যা করেন। থানায় খবর দিলে পুলিশ এসে বাবা ছেলে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
(দ্য রিপোর্ট/জেপি/এফএস/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)