রাজশাহী সংবাদদাতা : রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায় পরিত্যক্ত দুটি ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মতিহার থানা জামায়াতের আমির আবদুস সামাদের ছেলে হাসানুল হক পান্না (১০) এবং আবদুস সামাদের ভাইয়ের মেয়ে মোসান্না (৫)। তাদের আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাসানুল হক পান্নার অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পান্না ও মোসান্না দুজনে মিলে বাড়ির পাশে আমবাগানে খড়কুটাতে আগুন ধরিয়ে তাপ নিচ্ছিল। এর এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পান্না ও মোসান্না গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করান।

আহতদের মধ্যে ককটেলের আঘাতে পান্না মাথায় গুরুতর আঘাত পায় ও মোসান্নার দুই পা ও ডান হাত জখম হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এফএস/জেএম/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)