চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬১ জন কর্মীকে আটক করে।

চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, শনিবার রাতভর অভিযানে সাতকানিয়া থানায় বিস্ফোরকসহ ৩০ জন, লোহাগাড়া থানায় ১৫ জন ও সীতাকুণ্ডে ১৬ জনকে আটক করা হয়।

যৌথবাহিনীর সমন্বয়ক ২৮ ব্যাটেলিয়ন বিজিবির অপারেশন অফিসার মেজর ওয়ালিদ জানান, সীতাকুণ্ডের আমরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাহউদ্দিন সিকদার জানান, সীতাকুণ্ডে আটক হওয়া ১৬ জনই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, সাতকানিয়ার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ২৬ জনকে আটকের পর চূড়ামণি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গান পাউডার, দুই কেজি সীসা, গাছ কাটার দুটি করাত ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/জেএম/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)