এ সপ্তাহেই আচরণবিধি : সিইসি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : এ সপ্তাহের মধ্যেই আচরণবিধির কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশন কার্যালয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ায় সমঝোতার আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে বলে এ সময় সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার।
ককটেল, বোমা বিস্ফোরণসহ হরতালে নৈরাজ্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজধানীতে যেসব বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয়।’
অন্য এক প্রশ্নের জবাবে রকীব উদ্দিন আহমেদ জানান, ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
(দিরিপোর্ট২৪/জোসনা/আইজেকে/অক্টোবর ২৭, ২০১৩)