মাদ্রাসায় শীর্ষে তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা
দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের শীর্ষে রয়েছে উত্তরার তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা। দ্বিতীয় স্থান অর্জন করেছে ডেমরার দারুনজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং তৃতীয় হয়েছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসার ১শ’ ৪৮জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১শ’ ১৮জন শিক্ষার্থী।
দারুনজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ২শ’ ২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শ’ ২২জন এবং জিপিএ ৫ পেয়েছে ১শ’ ৬৪জন শিক্ষার্থী।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ২শ’ ৭০জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২শ’ ৬৮জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৫৯জন শিক্ষার্থী।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪র্থ স্থান অর্জন করেছে ডেমরার তামিরুল মিল্লাত মাদ্রাসা মহিলা শাখা, ৫ম স্থানে রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, ৬ষ্ঠ স্থানে নরসিংদীর জামিয়া আহমেদীয়া সুন্নীয়া মহিলা দাখিল মাদ্রাসা, ৭ম স্থানে পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, ৮ম স্থানে নরসিংদীর জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা, ৯ম স্থানে যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ১০ স্থানে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ১১তম স্থানে নরসিংদীর জামিয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, ১২তম স্থানে জামালপুরের আল-আমিন জামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা, ১৩তম স্থানে খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ১৪তম স্থানে বগুরার বার আনজুল দারুল আমান দাখিল মাদ্রাসা, ১৫তম স্থানে পিরোজপুরের ছারসিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, ১৬তম স্থানে কুমিল্লার বায়তুস শরফ লাহরী জব্বার সিনিয়র দাখিল মাদ্রাসা, ১৭তম স্থানে লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ১৮তম স্থানে লক্ষ্মীপুরের টুমচর সিনিয়র ফাজিল মাদ্রাসা, ১৯তম স্থানে চট্টগ্রামের জামিয়া আহমেদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা, ২০তম স্থানে খুলনা কামিল মাদ্রাসা।
(দ্য রিপোর্ট/এসআর/এপি/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)