ফুটবলে নতুন প্রস্তাব রোনালদো-গার্দিওলাদের
দ্য রিপোর্ট ডেস্ক : ধেয়ে আসছে বিশ্বকাপ। আসর বসবে ফুটবল সাম্বার দেশ ব্রাজিলে। হকিতে নানা নিয়ম করে খেলায় আরো গতি আনা হয়েছে। ঠিক তেমননি ফুটবলের নিয়ম-রীতিতেও নতুন কিছুর সংযোজনের পক্ষে রোনালদো-ফ্যাবিও-গার্দিওলারা। রোনালদোর চাওয়া-পাওয়ার সঙ্গে ফিফার অভিন্নতা থাকলেও অন্যদের প্রস্তাব একেবারেই নতুন।
গোল করার আবার নিয়ম থাকে নাকি! একমাত্র সেটপিস ছাড়া; কিভাবে গোল হবে- তা বলা মুশকিল। কর্নার থেকে শুধু হেডেই গোল হয় না; কখনো পায়ে-দেহে-ঈশ্বরের হাতেও গোল হয়। গোলটি কেমন হবে; কিভাবে হবে; তা জানেন শুধু গোলদাতাই। না; এসব বিষয় নিয়ে কথা বলেননি, ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফ্রিকিক নিয়ে। সেখানে একটি নিয়ম চালু করার সনির্বন্ধ অনুরোধ এই পর্তুগিজের। প্রকাশ্যে তার আবেদন-নিবেদন; ফ্রিকিকের সময় প্রতিপক্ষ ডিফেন্ডারদের দাঁড়ানোর জায়গা নির্দিষ্ট করে দিক রেফারি৷ যেভাবে টিভির জন্য স্প্রে দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে লাইন৷ ঠিক সেভাবে। রেফারির নির্দিষ্ট সেই লাইনের বাইরে যেতে পারবেন না ডিফেন্ডাররা৷ এই নিয়ম চালু হোক গোটা বিশ্বে৷
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, ‘একটা নিয়ম বলতে পারি, যা সব জায়গায় প্রযোজ্য হলে ভালো হবে৷ ফ্রিকিকের সময়, রেফারি মাঠে দাগ দিয়ে নির্দিষ্ট করে দিক ডিফেন্ডাররা কত দূরে দাঁড়াবে৷' অবশ্য এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটির পাদটীকা হিসেবে ফিফা নিশ্চিত করেছে বিশ্বকাপে এই নিয়ম থাকবে৷
নানা নিয়মের কথা বলেছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্ডিওলাও। তিনি বলেছেন, ‘শক্তিশালী রিজার্ভ বেঞ্চ চাই আমি৷ কোচ হিসেবে আমি চাইব, সব সময় আমার হাতে বেশি করে ফুটবলার থাকুক৷ তা হলে আরও ভালোভাবে কোচিং করানো যাবে৷ টানা খেললে যে কোনও ফুটবলারই ক্লান্ত হয়ে পড়বে৷ তাই এতে সবারই লাভ হবে৷'আর টাইম আউটের পক্ষে মত দিয়েছেন ফ্যাবিও ক্যাপেলো৷ এই রাশান কোচ বলেছেন, 'যখন বেঞ্চে বসে থাকি, ফুটবলারদের সঙ্গে কথা বলা যায় না৷ কী চাইছি, ফুটবলারদের জানানো যায় না৷ রাশিয়াতে, কেউ যখন মাটিতে পড়ে থাকে, সেই সুযোগে বাকিদের নিজের বক্তব্য জানিয়ে দিই আমি৷ তাই টাইম আউট জরুরি৷'
টাইম আউটের কথা বলেছেন কোন্তেও৷ বলেছেন, 'ফ্যাবিও আমার ভাবনাই যেন চুরি করেছে৷ টাইম আউট খুব সুন্দর ব্যাপার৷ কারণ বেঞ্চে বসে ফুটবলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না৷ যদি দেখা যায় কিছু ভুল হচ্ছে, ২ মিনিট সময় পেলে সেই ভুল শুধরে নেওয়া যায়।’
(দ্য রিপোর্ট/এএস/সিজি/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)