প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফল প্রকাশ করা হচ্ছে আজ (সোমবার)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।
এর আগে সকালে নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল www.dpe.gov.bd ও www.dpe.teletalk.com.bd এবং এসএমএস’র মাধ্যমে দুপুর থেকেই সংগ্রহ করা যাবে।
এসএমএস’র মাধ্যমে ফল পেতে যেকোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর ও পাসের বছর (২০১৩) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।
এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা শেষ হয় ৬ ডিসেম্বর।
(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)