চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাই ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের ১১মাইল ফরেস্ট অফিসের সামনে রবিবার বিকেল ৫টায় সিএনজি অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

হাটহাজারী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক নাজের হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবদুস ছবুর (৪৫) ও হাসান প্রকাশ বাবুল (৪০)। এ ঘটনায় ৪ বছরের এক কন্যাশিশুসহ গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।এরমধ্যে সিএনজি অটোরিকশাচালক সিন্ধু মিয়ার (৩৫) পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য রিপোর্টকে জানান, মিরসরাইয়ে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুপুর ৩টায় মিম নামে এক শিশু নিহত হয়।

এ সময় আরো ৩জন গুরুতর আহত হন। আহতরা হলেন-সিএনজি অটোরিকশার চালক সুনীল (২৪), নিহত মিমের মা মেরিন সুলতানা (২৪), ও খাতিজা বেগম (৬৫)।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এপি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)