দ্য রিপোর্ট প্রদিবেদক : এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানকেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানদের ১৬ রানের ব্যবধানে হারিয়েছে যুবরা। এ জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ৯ উইকেটে জিতে ছিল বাংলাদেশ।

৩১ ডিসেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে। আর আফগানিস্তান-মালয়েশিয়া ম্যাচও হবে। যদি বাংলাদেশ জিতে তাহলে সরাসরি সেমিফাইনালে খেলবে। আর হারলে আশা জিইয়ে থাকবে। এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট ২ ম্যাচে ৪ করে। আর আফগানিস্তানের পয়েন্ট ২। মালয়েশিয়ার কোনো পয়েন্ট জমা নেই। শ্রীলঙ্কা জিতলে ৪ পয়েন্ট হবে। আর আফগানিস্তান জিতলেও হবে ৪ পয়েন্ট। তখন রানরেটের হিসেব হবে।

রবিবার ম্যাচটিতে আফগানিস্তান টসে জিতেছে। বাংলাদেশ আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত’র ৫৮ রানে ৪৫.১ ওভারে ১৬৯ রান করতেই অলআউট হয়েছে। আদিল ৩ উইকেট নিয়েছেন। এর জবাবে আফগানিস্তান ৪৮.৪ ওভারে ১৫৩ রান করতেই গুটিয়ে গেছে। দলের পক্ষে নাসির সর্বোচ্চ ৫৩ রান করেছেন। মুস্তাফিজুর ও মেহেদী ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান ইনিংস : ১৬৯/১০; ৪৫.১ ওভার (শান্ত ৫৮, সৈকত ২৭; আদিল ৩/২৬)।

বাংলাদেশ ইনিংস : ১৫৩/১০; ৪৮.৪ ওভার (নাসির ৫৩, মুসা ২২; মুস্তাফিজ ২/১৯)।

ফল : বাংলাদেশ ১৬ রানে জয়ী।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)