দ্য রিপোর্ট ডেস্ক : সামনে বছরের প্রথম মেজর। সব ভাবনাই সেই আসরকে ঘিরে। তাই কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না ক্যারোলাইন ওজনিয়াকি। ২৩ বছরের ওজনিয়াকির অবস্থান এখন ১০ নাম্বারে। ব্রিসবেনে তার প্রথম রাউন্ডে ডুমিনিকা চিবুলকোভার মুখোমুখি হওয়ার কথা ছিল। আয়োজক সূত্র নিশ্চিত করেছে, ইনজুরির কারণে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ওজনিয়াকি। অনুশীলনের সময় কাঁধে আঘাত পাওয়ার পর সাবেক এই শীর্ষ তারকা নিজকে গুটিয়ে নিয়েছেন।

ক্যারোলাইন ওজনিয়াকি বলেছেন, ‘চলতি আসরে খেলতে না পারলেও তিনি সিডনিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে সক্ষম হবেন।’ এটি হচ্ছে নতুন মৌসুমের প্রথম কোনো শীর্ষ টুর্নামেন্ট।

তিনি আরো জানিয়েছেন, ‘অনুশীলনের সময় পেশীতে যে টান পড়েছিল; তা কোনো বড় সমস্যা নয়। আমি খুবই ইতিবাচক। মাঠেও আমি অনুশীলন চালিয়ে যাব। প্রতিদিন ইনজুরির উন্নতি ঘটছে। তাই আগামী কয়েকদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারব।’ আপাতত টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করার বিষয়টি সঠিক বলেই মানছেন তিনি।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নূরুল/ডিসেম্বর ২৯, ২০১৩)