দিরিপোর্ট২৪ ডেস্ক : রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) কাছে রাসায়নিক অস্ত্র ধবংসের সাধারণ পরিকল্পনা জমা দিলো সিরিয়া। সংস্থাটির বরাত দিয়ে রবিবার এ তথ্য জানায় জিনহুয়া।

ওপিসিডব্লিউ এক বিবৃতিতে জানায়, রাসায়নিক অস্ত্র ধ্বংসের আনুষ্ঠানিক ঘোষণাসহ সাধারণ পরিকল্পনা জমা দিয়েছে সিরিয়া। এটা এখন ওপিসিডব্লিউ’র নির্বাহী কাউন্সিল পর্যবেক্ষণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ওপিসিডব্লিউ’র বেঁধে দেওয়া সময়ে অস্ত্র ধ্বংসের ব্যাপারে সম্মত হয়েছে সিরিয়া। তাদের ২০১৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে দেশটিকে সাহায্য করবে জাতিসংঘের এ সংস্থাটি।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ২৭, ২০১৩)