খালেদার বক্তব্যে গোপালগঞ্জজুড়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
গোপালগঞ্জ সংবাদদাতা : বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জ জেলার নাম মুছে দেওয়া হবে। খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রবিবার সন্ধ্যার পরে গোপালগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে কার্যালয়ের সামনে খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার প্রমূখ ।
অন্যদিকে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ছাত্রনেতা শরিফুল ইসলাম খান, রফিকুল ইসলাম, তানজিমুর রহমান, মিকাইল মুন্সি, আমিনুল হক রানা, শরীফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(দ্য রিপোর্ট/এসবিএম/এপি/ডিসেম্বর ২৯, ২০১৩)