গ্যালারিতে বসে জয় দেখলেন মেসি
শুধু মেসিই নয়, চোটের জন্য মার্তিনোর সেরা একাদশে ছিলেন না কার্লেস পুয়োল ও হ্যাভিয়ের ম্যাচেরানো।এমনকি ন্যূ কাম্পে খেলার প্রথমার্ধে মাঠে নামেননি আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো রদ্রিগেজ ও সার্জিও বুসকেটস। তারপরও জয় পেতে সমস্যা হয়নি বার্সার। ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার, চিলির সানচেজ ও জাবির দুর্দান্ত পারফর্মে পুরো তিন পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা।যদিও খেলার ১০ মিনিটে বার্সার জালে বল পাঠায় ভায়াদোলিদ। কর্নার থেকে হেডে প্যাট্রিক ইবার্ট আদ্রিয়ানোকে কাটিয়ে বল পাস দেন সতীর্থ গারাকে।তার পাস থেকে দারুণভাবে গোলরক্ষককে বোকা বানান তিনি। বেশিক্ষণ বার্সাকে চাপে রাখতে পারেনি ভায়াদোলিদ। চার মিনিট পরই সমতায় ফেরে মার্তিনোর শিষ্যরা। গোল করেন সানচেজ। সমতায় ফেরার পর বার্সার সঙ্গে আর পেরে উঠেনি সফরকারীরা।
তাদের জালে বিরতির পর আরও তিনবার বল পাঠিয়েছে বার্সা।
একটি করে গোল করেন নেইমার, জাবি ও সানচেজ।
এদিকে জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তারা ৩-২ গোলে হারিয়েছে লেভান্তেকে। মাদ্রিদের পক্ষে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আলভারো মোরাতা ও সার্জিও র্যামোস।
দ্যা রির্পোট২৪/সিজি/৬ অক্টোবর, ২০১৩