ঘনকুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে রবিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে মুক্তারপুর ব্রিজের কাছে ধলেশ্বরী নদীতে পুলিশ চেকপোস্ট বসিয়ে কোনো লঞ্চ ঢাকা যেতে দিচ্ছে না। এতে ঢাকাগামী দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চকে ফিরে যেতে হচ্ছে। মুন্সীগঞ্জ লঞ্চঘাট ও মীরকাদিম লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যেতে দেয়নি পুলিশ।
মুন্সীগঞ্জ শহরসহ অন্যান্য উপজেলা থেকে কোনো যানবাহন মুক্তারপুর সেতু দিয়ে ঢাকা যেতে দিচ্ছে না পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ীতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। কোনো যাত্রীবাহী যানবাহন ঢাকা যেতে দিচ্ছে না।
এ অবস্থায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)