রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগরীতে সাড়ে চার কেজি গানপাউডার ও ৪৫টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে যৌথবাহিনীর সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাড়ে ৪ কেজি গানপাউডার ও ৪৫টি ককটেল উদ্ধার করে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রাসিক ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা শাহজাহান আলীসহ দুজনকে আটক করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৮ দলের চলমান রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা ঘটাতে ওই বিস্ফোরকগুলো মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আটক ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী মহানগরীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটকের পর তাদের মহানগরীর মতিহার থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মনিরুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)